আমি তোমারও সঙ্গে বেঁধেছি-Ami Tomaro Songe


 

আমি তোমারও সঙ্গে বেঁধেছি-Ami Tomaro Songe

"আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ" গানটি একটি রবীন্দ্র সংগীত গান। এর গীতিকার হলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)। এবং গানটি গেয়েছেন ইকশিতা মুখার্জি।


আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ



গেয়েছেনঃ ইকশিতা মুখার্জি

তালঃ দাদরা

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

সুরের বাঁধনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে

সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ
তুমি জানো না
ঢেকে রেখেছি তোমার নাম
রঙ্গীন ছায়ার আচ্ছাদনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে

তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি
অরূপ মূর্তিখানি
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে
বাংলিশ লিরিক্স
Ami tomaro songe bedhechi amar praan
Surer badhone
Tumi jano na ami tomare peyechi
Ojana sadhone
Se sadhonay mishiya jay bokulgondho
Se sadhonay miliya jay kobir chonddo
Tumi jano na dheke rekhechi tomar naam
Rongeen chayar acchadone
Tomar arup murtikhani
Falguner aalote bosai aani
Arup murtikhani
Bashori bajai lolit bosonte sudur digante
Sonar abhay kaape tobo uttori
Gaaner taaner se unmadone

*******************************************************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.