আমার এ দেশ সব মানুষের লিরিক্স amar e desh sob manuser

 

আমার এ দেশ সব মানুষের লিরিক্স amar e desh sob manuser

আমার এ দেশ সব মানুষের

গীতিকারঃ আলী মহসিন রাজা
সুরকারঃ খাদেমুল ইসলাম বসুনিয়া
গেয়েছেনঃ রথীন্দ্র নাথ রায়
অ্যালবামঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান

 

আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
চাষাদের, মুটেদের, মজুরের ।।
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।

নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ।।
দেশ মাতা এক সকলের।

লাঙলের সাথে আজ চাকা ঘোরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন কালে।।
মন্দির, মসজিদ, গীর্জার আবাহনে।।
বাণী শুনি একই সুরের।

ছোটদের বড়দের সকলের…।।
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
সব মানুষের, সব মানুষের।
সব মানুষের,
সব মানুষের।

চাষাদের, মুটেদের, মজুরের ।।
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
সব মানুষের, সব মানুষের।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.