আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি লিরিক্স- ami bristir kach theke

 

 
 
 
 

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
শিল্পিঃ সুবির নন্দী
 
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে
কোন লাভ নেই ও-----।
আমি অগ্নি গিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর
ভয় দেখিয়ে কোন লাভনেই।।

আমি চাইনা হতে কারো প্রেমেরো আচল
আমি চাইনা হতে কারো চোখের কাজল (২)
আমি তটিনির কাছথেকে চলতে শিখেছি (২)
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে 
কোন লাভ নেই।।

আমি চাইনা হতে কারো মনের অনল
আমি চাইনা হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর অসীমের ভয় দেখিয়ে
কোন লাভ নেই।।

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.