একটা ছিল সোনার কন্যা লিরিক্স সুবীর নন্দী- ekta chilo sonar konna

 


 আধুনিক  বাংলা গানে সুরেলা কন্ঠের অধিকারী যার নাম চলে আসে সে হলো সুবীর নন্দী। সুবীর নন্দী (১৯ নভেম্বর ১৯৫৩ – ৭ মে ২০১৯) ছিলেন একজন বাংলাদেশি প্রখ্যাত সংগীতশিল্পী। তিনি মূলত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রের সংগীতে তাঁর অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন।

চলচ্চিত্রে সুবীর নন্দীর গাওয়া উল্লেখযোগ্য গান হল "দিন যায় কথা থাকে" আমার এ দুটি চোখ পাথর তো নয়" পৃথিবীতে প্রেম বলে কিছু নেই" আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি" হাজার মনের কাছে প্রশ্ন রেখে" তুমি এমনই জাল পেতেছ" বন্ধু হতে চেয়ে তোমার" কতো যে তোমাকে বেসেছি ভালো" পাহাড়ের কান্না দেখে" কেন ভালোবাসা হারিয়ে যায়" একটা ছিল সোনার কন্যা ও আমার উড়াল পঙ্খীরে। তাঁর প্রকাশিত প্রথম গানের অ্যালবাম সুবীর নন্দীর গান  ১৯৮১ সালে প্রকাশিত হয়।

 

একটা ছিল সোনার কন্যা
শিল্পীঃ সুবীর নন্দী
অ্যালবামঃ শ্রাবন মেঘের দিন
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু
গীতিকারঃ হুমায়ূন আহমেদ
 

 

একটা ছিল সোনার কন্যা মেঘ বরন কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
(তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি) - ২
কন্যার চিরল বিরল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করলো ভুল
কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না
একটা ছিল সোনার কন্যা মেঘ বরন কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জ্বলে পড়লো কন্যার ছায়া

(হাত খালি গলা খালি কন্যার নাকে নাকফুল) - ২
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করলো ভুল
কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না
একটা ছিল সোনার কন্যা মেঘ বরন কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জ্বলে পড়লো কন্যার ছায়া
কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না
(এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি) - ২
সবুজ বরন লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি মন আনচান করে
(আমার মন আনচান করে) - ৪
আমার মন

Ekta Chilo Sonar Konna Lyrics in English

Ekta chilo sonar konna megh boron kesh
vati onchole chilo sei konyar desh
dui chokhe taar ahare ki maya
nodir jole porlo konyar chaya
tahar kotha boli
tahar kotha bolte bolte nao dauraiya choli
konyar chirol birol chul
tahar keshe joba phool
sei phool pani te feila konya korlo vul
konya vul korish na o konya vul korish na
ami vul kora konyar loge kotha bolbo na

haat khali gola khali konnar naake nakful
sei phool pani te feila konya korlo vul
konna vul korish na o konna bhul korish na
ami vul kora konyar loge kotha bolbo na
ekhon nijer kotha boli
nijer kotha bolte bolte nao dauraiya choli
sobuj boron lau er dogay dudh sada ful dhore
vul kora konyar lagi mon anchan kore
amar mon anchan kore

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.