বাংলা সাহিত্যের অন্যতম প্রতিচ্ছবি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)। তার সাহিত্যে রয়েছে যেমন বিচরণ, তেমনি বাংলা গানের জগতেও রয়েছে তার অসামান্য অবদান। তার অসংখ্য গান থেকে বাছাই করে আজ আপনাদের মাঝে "আমি চিনি গো চিনি তোমারে" গানটি তুলে ধরলাম।
আমি চিনি গো চিনি তোমারে
ধরনঃ রবীন্দ্র সংগীত
পর্যায় – প্রেম
কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
তালঃ একতাল (রাগ খাম্বাজ)
রচনাকালঃ 1895 (খ্রিষ্টাব্দ)
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী।
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী।
তুমি থাক সিন্ধুপারে
ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী।
তোমায় দেখেছি শারদপ্রাতে,
তোমায় দেখেছি মাধবী রাতে,
তোমায় দেখেছি শারদপ্রাতে,
তোমায় দেখেছি মাধবী রাতে
তোমায় দেখেছি
হৃদি-মাঝারে ওগো বিদেশিনী।
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি শুনেছি তোমারি গান,
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী।
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি শুনেছি তোমারি গান,
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী।
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে,
আমি অতিথি তোমারি দ্বারে
ওগো বিদেশিনী॥
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী।
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী।
কোন মন্তব্য নেই: