আমি ঝড়ের কাছে-ami jhorer kache rekhe gelam

 

১৯২০ সালে ভারতে জন্ম গ্রহণ করেন হেমন্ত মুখোপাধ্যায়। তিনি বাংলায় অসংখ্য গান লিখেছেন ও সুর করেছেন। আজ তারই একটি জনপ্রিয় গান আপনাদের মাঝে তুলে ধরলাম।

আমি ঝড়ের কাছে-ami jhorer kache rekhe gelam
আমি ঝড়ের কাছে রেখে গেলাম

কথা ও সুরঃ হেমন্ত মুখোপাধ্যায়

আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা
আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা
আমি কাঁদলাম বহু হাসলাম
এই জীবন জোয়ারে ভাসলাম
আমি বন্যার কাছে ঘূর্ণীর কাছে রাখলাম নিশানা
ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা
কখন জানি না সে
তুমি আমার জীবনে এসে
যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকূলে ভেসে
শুধু হেসে, ভালোবেসে
কখন জানি না সে
তুমি আমার জীবনে এসে
যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকূলে ভেসে
শুধু হেসে, ভালোবেসে
যতো-যতো-নেশা-যেন-স্বপ্ন-হলো-সকলই-নিমেষে-ভগ্ন
আমি দূর্বার স্রোতে ভাসলাম তরী অজানায় নিশানায়
ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা
ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো
সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো
যদি ডাকো! যদি ডাকো!
ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো
সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো
যদি ডাকো! যদি ডাকো!
আমি আবার কাঁদবো হাসবো
এই জীবন জোয়ারে ভাসবো
আমি-বজ্রের-কাছে-মৃত্যুর-মাঝে-রেখে-যাবো-নিশানা
ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা
আমি কাঁদলাম বহু হাসলাম
এই জীবন জোয়ারে ভাসলাম
আমি বন্যার কাছে ঘূর্ণীর কাছে রাখলাম নিশানা

আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.