ভালোবেসে দিগন্ত দিয়েছো যাকে- valobese-digonto-diyecho

 

ভালোবেসে দিগন্ত দিয়েছো যাকে- valobese digonto diyecho
 ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মিলে
 
সুরকারঃ অজ্ঞাত
এলবামঃ মন নিয়ে
 
ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মিলে
অসীমের নেশা তার ডানায় ডানায়
আকাশের নীল চিরে তবু আসবেই ফিরে
একবার যদি কেউ চোখ তুলে চায়
জানি আসবেই ফিরে আকাশের নীল চিরে
একবার যদি কেউ চোখ তুলে চায়
ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মিলে
অসীমের নেশা তার ডানায় ডানায়।।

যদি কেউ ধরা দিতো যদি নানা নিয়ে নিত
লজ্জায় জ্বলে যাওয়া মুখ খানি
যদি নয়ন প্রদীপ তুলে ধরে আমার আধার যত মুছে নিতো
তবে
তবে কানায় কানায় তার এই ভরে যাওয়া
দেহলির তটে তটে
স্বপ্নের কত ছবি কত রঙে আঁকা হতো ভালোবেসে
প্রদীপের আলো থেকে আগুন ছড়িয়ে দিতে জানি কে যে আমি জানি
কি করে নদীটির বুকে বান ডেকে আনে কে যে আমি জানি জানি
চোখ তুলে চাইবো না আমি ধরা আর দেব না তো কিছুতেই
তৃষ্ণায় জ্বলে যাওয়া মনটাকে একটু শীতল করা যাবে নাতো বুঝি
উম্ম হু.
জুড়ানো যাবে না কিছুতেই
না না
তাই হোক, তবে তাই হোক
পাল তুলে চলে যাই ওপরের কোনো দ্বীপে
বেশ যাও
এখনো সময় আছে ফেরা যাবে,
এখনো সময় আছে ফেরা যাবে
যদি কেউ পিছু থেকে ডাক দিয়ে যায়
যদি কেউ পিছু থেকে ডাক দিয়ে যায়
ভালোবেসে ভালোবেসে ভালোবেসে

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.