ফকির লালন শাহ (১৭৭২-১৮৯০) বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা, গায়ক। ১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক (১৭৭২) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে তাঁর জন্ম। মতান্তরে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রণ করেন। তিনি ছিলেন বাংলা বাউল গানের এক অনবদ্য রুপকার। তিনি বাংলায় অনেক গান গেয়ে গেছেন। যা আজ অব্দি মানব মনের মধ্যে দাগ কেটে আছে। আজ তারই একটি গান তুলে ধরলাম।
বিদেশির সঙ্গে কেউ প্রেম কর না
কথা ও সুরঃ লালন শাহ
গেয়েছেনঃ সমির বাউল
এলবামঃ অজ্ঞাত
বিদেশির সঙ্গে কেউ প্রেম কর না ৷
ভাব জেনে প্রেম কর
ঘুচবে মনের যাতনা ॥
ভাব দিলে বিদেশির ভাবে
ভাবে ভাব কভু না মিশিবে
পথের মাথায় গোল বাঁধাবে
কারো সাথে কেউ যাবে না ॥
এক দেশের মানুষ যদি হয়
তাহার সনে করিও প্রণয়
বিদেশী আর জংলা টিয়ে
কখনো পোষ মানে না ॥
নলিনী আর সূর্যের প্রেম যেমন
প্রেমের ভাব নেয় রসিক সুজন
লালন বলে ঠকলে আগে
কাঁদলে শেষে সারবে না ॥
****************************************************
কোন মন্তব্য নেই: