ফকির লালন শাহ'র অসংখ্য গানের মধ্যে "আমার মতো প্রাণ কাঁদিলে" গানটি হলো একটি। গানটির কথা ও সুর করেছেন ফকির লালন শাহ। গানটি গেয়েছেনও তিনি। আশা করি আপনাদের ভাল লাগবে।
আমার মতো প্রাণ কাঁদিলে
কথা ও সুরঃ লালন শাহ
গেয়েছেনঃ লালন শাহ
আমার মতো প্রাণ কাঁদিলে
বুঝবি গৌর প্রেমের কালে
দেখাইয়ে এই ভাবের শহর
কোথা গৌর লুকাইলে ॥
যেদিন আমি গৌর হেরেছি
আমাতে কী আমি আছি
কী যেন কী হয়ে গেছি
প্রাণ কাঁদে প্রাণ গৌর বলে ॥
থাক থাক তোরা জাত কূল লয়ে
আমি যাই চাঁদ গৌর বলে
আমার দুঃখ বুঝবিনা রে
এক মরণে না মরিলে ॥
চাঁদ-মুখেতে মধুর হাসি
আমি ঐরূপ ভালোবাসি
লোকে করে দ্বেষাদ্বেষী
গৌর বলে যাই চলে ॥
একা কভূ নয় গৌরাঙ্গ
নয়ন বাঁকা শ্যাম ত্রিভঙ্গ
এমনই তার অঙ্গ গন্ধ
লালন কয় জগত মাতালে ॥
*************************************************************************
কোন মন্তব্য নেই: