আমারে কি রাখবেন গুরু-amare ki rakhben guru

 ফকির লালন শাহ বাংলাদেশের একজন অন্যন্য কীর্তির অধিকারী সংগীত শিল্পি। যাকে নিয়ে, যার গান নিয়ে শত শত মানুষ গবেষণা করে তিনি আর কেউ নন, তিনি হলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পি লালন শাহ। আজ তারই একটি গান আপনাদের মাঝে তুলে ধরলাম।


আমারে কি রাখবেন গুরু-amare ki rakhben guru

আমারে কি রাখবেন গুরু চরণদাসী

কথা ও সুরঃ লালন শাহ

গেয়েছেনঃ লালন শাহ/ফরিদা পারভীন

কবি ও কাব্যঃ পৃ. ১২২-২৩


আমারে কি রাখবেন গুরু চরণদাসী
ইতরপনা কার্য আমার
ঘটে অহর্নিশি ৷

জঠর যন্ত্রণা পেয়ে
এসেছিলাম কড়াল দিয়ে
সে সকল গিয়াছি ভুলে
এ ভবে আসি ॥

চিনলি না মন গুরু কি ধন
জানলি না তার সেবা সাধন
ঘুরতে বুঝি হলো রে মন
এবার চুরাশি ॥

গুরু যার আছে সদায়
শমন বলে তার কিসের ভয়
লালন বলে মনরে আমায়
করিলি দোষী ॥

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.