"এসব দেখি কানার হাট বাজার" গানটির গীতিকার হলেন মনমোহন দত্ত এবং সুরকার হলেন আফতাব উদ্দিন আহমেদ। আর গানটি গেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী বাউল শফি মন্ডল।
এসব দেখি কানার হাট বাজার
সুরঃ আফতাব উদ্দিন আহমেদ
কথাঃ মনমোহন দত্ত
গেয়েছেনঃ বাউল শফি মন্ডল
এলবামঃ অজ্ঞাত
এসব দেখি কানার হাট বাজার
বেদবিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার ৷৷
পণ্ডিত কানা অহংকারে, সাধু কানা অনবিচারে
মাতব্বর কানা চোগলখোরে
আন্দাজী এক খুঁটো গেড়ে
জানে না সীমানা কার ৷৷
এক কানা কয় আর এক কানারে
চল দেখি যায় ভবপারে
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারংবার ৷৷
কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার ৷৷
********************************************************
কোন মন্তব্য নেই: