১৯২৯ সালে ভারতে লতা মঙ্গেশকর জন্ম গ্রহণ করেন। তিনি বাংলা ভাষায় ও হিন্দি ভাষায় অসংখ্য গান গেয়ে গেছেন, যা আমাদের হৃদয় ছুয়ে যায়। সে রকমই একটি গান আজ আপনাদের মাঝে তুলে ধরলাম।
দে দোল দোল দোল
কথাঃ সলিল চউধুরী
মিউজিকঃ হৃদয়নাথ মঙ্গেস্কর
মারাঠি লিরিক্সঃ শান্তা শেল্ক
হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকর
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
মোর পানিতে ঘর
বন্দরে আসি তোর লাইগ্যা
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হায় তোমারি অবলা
শুধু মুই নারী
আমি কি কবো গো
দংশায় সর্পের সারি
হায় তোমারি অবলা
শুধু মুই নারী
আমি কি কবো গো
দংশায় সর্পের সারি
তুমি দূরেতে যাও
অজানা ঢেউয়ে তে ভাসো
আমি ঘরেতে রই
জোয়ারে যদি গো আসো
আনো রঙ্গিন চুড়ি বেলোয়ারী
কামরাঙ্গানো রঙেরও শাড়ি
আনো রঙ্গিন চুড়ি বেলোয়ারী
কামরাঙ্গানো রঙেরও শাড়ি
হবো তোমার আমি ঘরণী
নদী হবো আমি
আমাতে যাইও গো ভাইস্যা,
নদী হবো আমি
আমাতে যাইও গো ভাইস্যা..
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
তুমি জলে থাকো জলে থাকো
দ্বীপ যেন জলেতে তুমি
কেন জানো না কি
স্বপ্নের সুন্দর তুমি যে
আমার ভূমি
কেন পিছু ডাকো পিছু ডাকো
বারে বারে আমারে তুমি
কান্দো কন্যা তুমি
চক্ষের জলে কি ভাসাবে
সাধের ও জমি
হায় যাবো না যাবোনা ফিরে
আর ঘরে
পোড়া মন মানে না
সংসার করিবার তরে
দেহ কাটিয়া মুই
বানাবো নৌকা তোমারি
দুটি কাটিয়া হাত
বানাবো নৌকারই দাঁড়ি
আর বসন কাটিয়া দেবো
আর তুফানে আমি উড়াবো
হবো ময়ূরপঙ্খী তোমারি
তরে বুকে নিয়া
সুদূরে যাবো গো ভাইস্যা
ওরে বুকে নিয়া
সুদূরে যাবো গো ভাইস্যা..
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
আর কাইন্দো না কাইন্দোনা
তুমি.. সজনী
আর কাইন্দো না কাইন্দোনা
তুমি.. সজনী
হবে আরও আঁধার
আমার এ জীবন রজনী
তুমি হাসো যদি
আকাশে চাঁদিনী হাসে
পথ চেয়ে থাকো
তাই ভরসা বুকেতে আসে
খরধারা এ জীবন নদী
পাল ছিঁড়ি, ভাঙি হাল যদি
খরধারা এ জীবন নদী
পাল ছিঁড়ি, ভাঙি হাল যদি
শুধু প্রেমেরই পাল তুলিয়া
পারে চলে যাবো
দুজনে কুজনে হাইস্যা
পারে চলে যাবো
দুজনে কুজনে হাইস্যা
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
কোন মন্তব্য নেই: