হেমন্ত মুখপাধ্যায় ৯১২০ সালে ভারতে জন্ম গ্রহণ করেন । তিনি বাংলা ভাষায় বহু গান লিখে গেছেন ও সুর করে গেছেন। আজ তার অত্যন্ত জনপ্রিয় একটি গান আপনাদের মাঝে তুলে ধরলাম। "পথ যদি না শেষ হয়"
এই পথ যদি না শেষ হয়
গেয়েছেনঃ হেমন্ত মুখপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়
মিউজিকঃ হেমন্ত মুখপাধ্যায়
কথাঃ গৌরি প্রসন্ন মজুমদার
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
তুমি বলো.
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
লাল লা লা লা .
কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশীতে সবুজের
ওই দোল দোল হাসিতে রাখালের,
কোন ওই ঘর ছাড়া বাঁশীতে সবুজের
ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়।
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
বলবো না, হুম.
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
নীল-আকাশের-ওই-দূর-সীমা-ছাড়িয়ে-এই-গান
যেন যায় আজ হারিয়ে আকাশের
নীল দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ রয়।
যদি পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
তুমি-বোলো, না-না-তুমি-বলো, না-তুমি-বলো
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
কোন মন্তব্য নেই: