এই রাত তোমার-ei raat tomar amar lyrics

 

বাংলা হারানো গানের সমাহার হলো আধুনিক গান। আধুনিকগান আমার, আপনার ও সবার প্রাণ সঞ্চার করে। তাইতো আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আরেকটি আধুনিক গান। গানটির কথা হেমন্ত মুখোপাধ্যায় এর, এতে সুর করেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। গানটি ১৯৫৯ সালে দ্বীপ জ্বেলে যাই এলবাম এ প্রকাশিত হয়েছিল।

এই রাত তোমার-Ei Raat Tomar Amar lyrics
এই রাত তোমার আমার


কন্ঠঃ হেমন্ত মুখোপাধ্যায়

কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
সুরঃ হেমন্ত মুখোপাধ্যায়
সিনেমাঃ দীপ জ্বেলে যাই (১৯৫৯)


এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের
এই রাত শুধু যে গানের
এই ক্ষণ এ দুটি প্রাণের কুহু কুজনের
এই রাত তোমার আমার

তুমি আছ আমি আছি তাই,
অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনের
এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের...।

**************************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.