বিন্দিয়ারে বিন্দিয়া লাল শাড়ি-bindiyare bindiya lal shari

 

বিন্দিয়ারে বিন্দিয়া লাল শাড়ি-bindiyare bindiya lal shari
 বিন্দিয়ারে বিন্দিয়া লাল শাড়ি

ধরনঃ আধুনিক
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ এন্ড্রু কিশোর
অ্যালবামঃ অজ্ঞাত
 

বিন্দিয়ারে বিন্দিয়া লাল শাড়ি পিন্দিয়া
গত বছর গেলি প্রেমের বাধন ছিড়িয়া।

ডিঙ্গি নায়ে চড়িয়া সাদা শাড়ি পড়িয়া।
একেলা বাপের বাড়ি আইলি ফিরিয়া।।

নাকে নোলক নাই গলায় হাড় নাইরে কানে দুল
আমার এ কূল ভাঙ্গিয়া তুই ধরিলি ওকূল।

তোরে বুকে ভরিয়া রাখছি যতন করিয়া।
মনে চাইলে দেখনারে তুই বুকটা চিড়িয়া।।

কত স্বপন বুকে লইয়া নিশি জাগে চান্দে
তোরই লাগি পরাণ আমার রইয়া রইয়া কান্দে।

কি হবেরে কান্দিয়া তোর মনে মন বান্ধিয়া।
আজো আমি স্বপ্ন দেখি তোরে ঘিরিয়া।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.