তুই যে আমার মিলন-tui je amar milon

 

তুই যে আমার মিলন-tui je amar milon
 তুই যে আমার মিলনমালা রে বন্ধু

গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ এন্ড্রু কিশোর
অ্যালবামঃ নিষ্পাপ

তুই যে আমার মিলনমালা রে বন্ধু পিরি্তের
বর্শি সুতায় বেঁধে রাখি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
হায় গো…দমে দমে তোরে ডাকি

তুই যে সুরুজ বন্ধু আমার আমি মেঘের কালো
নিশিরাতে তুই যে সোনা পূর্ণ চান্দের আলো ।।
বুকের মাঝে তুই যে আমার
সুখের সোহাগ বাতি
প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি

আমি ভ্রমর মধুমাসে তুই যে বনফুল
আমি জোয়ার প্রেমের গাঙে তুই যে তারি কূল ।।
এপাড়ে ওপাড়ে বন্ধু তোরই যেন থাকি
প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
তুই যে আমার মিলনমালা রে বন্ধু পিরিতি
বর্শি সুতায় বেঁধে রাখি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
হায় গো…দমে দমে তোরে ডাকি

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.