আমার বাবার মুখে প্রথন যেদিন- amar babar mukhe prothom

 

আমার বাবার মুখে প্রথন যেদিন- amar babar mukhe prothom
 আমার বাবার মুখে প্রথন যেদিন

আমার বাবার মুখে প্রথন যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রেম
আমার মায়ের আদেশ বাবা মত গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রেম

শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি
সংগীতটাকে সারাজীবন সঙ্গী করেছি
জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি
এই গানই আমার জীবন মরণ গানই আমার কাজ।।

বাবা যেন আজো স্বর্গে বসে গাইছে সেই গান
এই গান শুনে সপেছিল মা বাবাকে মন প্রান

কোনদিন এই কন্ঠ যদি কখনও থেমে যায়
সেইদিন যেন মরণ এসে আমাকেও নিয়ে যায়
এই গানই আমার জীবন মরণ গানই আমার কাজ।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.