জীবনের গল্প আছে বাকি- jiboner golpo ache

 
 
জীবনের গল্প আছে বাকি- jiboner golpo ache

জীবনের গল্প আছে বাকি অল্প

ধরনঃ আধুনিক

সুরকারঃ আলম খান

গেয়েছেনঃ এন্ড্রু কিশোর

অ্যালবামঃ অজ্ঞাত


 

যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

ঐ ঘাসের কাফনেতে দেখ আকাশ আছে শুয়ে
ঐ বরফ গলা নদী নামে পাহাড় যে বেয়ে
নীড়ে পাখি ফিরে যাবে সূর্যটা গেলে অস্ত।।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

এই রঙ্গিন পৃথিবীতে কত মানুষ এলো গেল
এই আশা যাওয়ার পথে দেখ চেনা যানা হল
ভুলে যেতে হবে সবই পথ চলা হবে অন্ত
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.