বাংলা অসংখ্য গানের তালিকা থেকে বাছাই করে আপনাদের মাঝে আজ তুলে ধরব হেমন্ত মুখোপাধ্যায় এর "একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম " গানটি। গানটির গীতিকার হলেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার হলেন নচিকেতা ঘোষ। তবে এর এলবাম সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম
ধরনঃ আধুনিক
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
সুরকারঃ নচিকেতা ঘোষ
গেয়েছেনঃ হেমন্ত মুখোপাধ্যায়
অ্যালবামঃ অজ্ঞাত
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম, চললাম!”
বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
দেখলাম দুটি চোখে বৃষ্টি-
বৃষ্টি ভেজা দৃষ্টি।
মনে কোরো আমি এক মৃত কোন জোনাকী-
সারারাত আলো দিয়ে জ্বললাম।
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম, চললাম!”
এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
লিখে নিও গল্পের শেষটা,
থাকনা তবু রেশটা-
দেখো না গো চেয়ে তুমি আনমনা চরণে
কোন ফুল ভুল করে দললাম।
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম”
“চললাম, চললাম!”
কোন মন্তব্য নেই: