এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-ek gocha rajanigandha

বাংলা অসংখ্য গানের তালিকা থেকে বাছাই করে আপনাদের মাঝে আজ তুলে ধরব হেমন্ত মুখোপাধ্যায় এর "একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম " গানটি। গানটির গীতিকার হলেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার হলেন নচিকেতা ঘোষ। তবে এর এলবাম সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-ek gocha rajanigandha


একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম

ধরনঃ আধুনিক

গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
সুরকারঃ নচিকেতা ঘোষ
অ্যালবামঃ অজ্ঞাত
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম, চললাম!”
বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
দেখলাম দুটি চোখে বৃষ্টি-
বৃষ্টি ভেজা দৃষ্টি।
মনে কোরো আমি এক মৃত কোন জোনাকী-
সারারাত আলো দিয়ে জ্বললাম।
“চললাম”


একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম, চললাম!”

এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
লিখে নিও গল্পের শেষটা,
থাকনা তবু রেশটা-
দেখো না গো চেয়ে তুমি আনমনা চরণে
কোন ফুল ভুল করে দললাম।
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম”
“চললাম, চললাম!”

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.