শোনো, কোন একদিন লিরিক্স– হেমন্ত মুখোপাধ্যায়- Shono kono ekdin

                                            

 শোনো, কোন একদিন 

 হেমন্ত মুখোপাধ্যায় 

আধুনিক গান

 শোনো! কোন একদিন
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো

মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন

শোনো! কোন একদিন
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো

মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন

আরো একদিন
তামসী তমস্বিনী রাত্রি
ঘুম ঘুম,নিঝঝুম-
জীবন পথের সব যাত্রি
আমি একেলা
চলেছি নিরুদ্দেশ যাত্রি
রাতজাগা একপাখি
শুনি জীবনজয়ের গীতগাত্রি
মনে হল মোর দুখরাতে
যেমন করে ভোলাতে

মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন

আরও একদিন
আমার খাঁচার পাখি চন্দনা
গীতহীনা, আনমনা,
কি যে ভাবে বসে তা জানি না।
সন্ধ্যাবেলায়
হঠাৎ ঘরেতে ফিরে দেখি
উড়ে গেছে, চলে গেছে
আমার খাঁচার পাখি চন্দনা
মনে হল মোরে পিছে ফেলে
যেদিন তুমি চলে গেলে

মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন

শোনো! কোন একদিন
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.