হেমন্ত মুখোপাধ্যায় ভারতে ১৯২০ সালে জন্ম গ্রহণ করেন। তিনি তার সুরেলা কন্ঠে বাংলায় অসংখ্য গান লিখে গেছেন। আজ তারই একটি জনপ্রিয় গান আপনাদের মাঝে তুলে ধরলাম।
আরো ভাল হত
ধরনঃ আধুনিক গানকথা ও সুরঃ হেমন্ত মুখোপাধ্যায়আরো ভাল হতযদি তুমি আর আমিপাশাপাশি বসেকাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়কত ভাল হতযদি তোমাতে আমাতেচোখে চোখে চেয়েকাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়আরো ভাল হতযদি তুমি আর আমিপাশাপাশি বসেকাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়আরো ভাল হতক্ষতি হত নাকি?যদি সব ফেলে রেখেঅবসর কিছুকুড়িয়ে নিতাম মোরা কাজের ফাঁকেতে খুঁজে খুঁজেক্ষতি হত নাকি?যদি সব ফেলে রেখেঅবসর কিছুকুড়িয়ে নিতাম মোরা কাজের ফাঁকেতে খুঁজে খুঁজেএই পরিচয় দিত জড়িয়ে জড়িয়ে বেঁধেলতার মত তোমাকে আমাকেএ মাটি তীর্থ করে যেতাম সাজিয়ে দিয়েআলো, হাসি, গানে তোমাতে আমাতেপথে যেতে যেতেযদি থমকে থেমেঅকারণে বসিনিবিড় শীতল ছায়া দেখে অসময়ে কাছাকাছিপথে যেতে যেতেযদি থমকে থেমেঅকারণে বসিনিবিড় শীতল ছায়া দেখে অসময়ে কাছাকাছিআরো ভাল হত।যদি তুমি আর আমিপাশাপাশি বসেকাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়আরো ভাল হত।
***********************************************************************************
কোন মন্তব্য নেই: