এসো নীপবনে ছায়াবীথিতলে- eso nipobone chayabithi tole

 

এসো নীপবনে ছায়াবীথিতলে- eso nipobone chayabithi tole
 

এসো নীপবনে ছায়াবীথিতলে

ধরনঃ রবীন্দ্র সংগীত

গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

গেয়েছেনঃ লিলি ইসলাম

 এসো নীপবনে ছায়াবীথিতলে,
এসো করো স্নান নবধারাজলে।।
এসো নীপবনে ছায়াবীথিতলে,
এসো করো স্নান নবধারাজলে।।
দাও আকুলিয়া ঘন কালো কেশ,
পরো দেহ ঘেরি মেঘনীল বেশ-
দাও আকুলিয়া ঘন কালো কেশ,
পরো দেহ ঘেরি মেঘনীল বেশ-
কাজলনয়নে, যুথীমালা গলে,
এসো নীপবনে ছায়াবীথিতলে।।
আজি ক্ষণে ক্ষণে হাসিখানি,
সখী , অধরে নয়নে উঠুক চমকি।
আজি ক্ষণে ক্ষণে
মল্লারগানে তব মধুস্বরে
দিক্‌ বাণী আনি বনমর্মরে।
ঘনবরিষনে জলকলকলে,
এসো নীপবনে ছায়াবীথিতলে।।
এসো নীপবনে ছায়াবীথিতলে।।

এসো নীপবনে ছায়াবীথিতলে।।

See also: পুরানো সেই দিনের কথা


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.