জাগরনে যায় বিভাবরী- Jagorane Jay Bibhabori Lyrics - Rabindra Sangeet


 জাগরণে যায় বিভাবরী
      রবীন্দ্র সংগীত 
 
জাগরণে যায় বিভাবরী
আঁখি হতে ঘুম নিল হরি
কে নিলো হরি
মরি মরি
জাগরণে যায় বিভাবরী
আঁখি হতে ঘুম নিল হরি
কে নিলো হরি
মরি মরি
জাগরণে যায় বিভাবরী

যার লাগি ফিরি একা একা
আঁখি পিপাসিত, নাহি দেখা
যার লাগি ফিরি একা একা
আঁখি পিপাসিত, নাহি দেখা
তারই বাঁশি, ওগো, তারই বাঁশি
তারই বাঁশি বাজে হিয়া ভরি
মরি মরি
জাগরণে যায় বিভাবরী

বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি
কী যে শুনি তাহা কে বা জানে
বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি
কী যে শুনি তাহা কে বা জানে
এই হিয়া ভরা বেদনা তে
বারি ছলছল আঁখি পাতে
এই হিয়া ভরা বেদনা তে

বারি ছলছল আঁখি পাতে
ছায়া দোলে, তারি ছায়া দোলে
ছায়া দোলে দিবানিশি ধরি
মরি মরি

জাগরণে যায় বিভাবরী
আঁখি হতে ঘুম নিল হরি
কে নিলো হরি
মরি মরি
জাগরণে যায় বিভাবরী
আঁখি হতে ঘুম নিল হরি
কে নিলো হরি
মরি মরি
জাগরণে যায় বিভাবরী
জাগরণে যায় বিভাবরী
জাগরণে যায় বিভাবরী

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.