হাজার বছর পরে আবার এসেছি-hajar bochor pore


হাজার বছর পরে আবার এসেছি-hajar bochor pore
বাংলা গানের প্রাণ হলো দেশাত্মবোধক গান। কারণ দেশের গানের মাধ্যমেই দেশের মানুষের, মুক্তিযুদ্ধের কথা, পাকপাখালির কথা,নদী নালার প্রভৃতির কথা ফোটে ওঠে। তেমনি একটি গান আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আশা করি গানটি বেশ ভালো লাগবে।


হাজার বছর পরে আবার এসেছি
ধরনঃ দেশাত্মবোধক গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ মোঃ আব্দুল জব্বার
অ্যালবামঃ অজ্ঞাত


হাজার বছর পরে আবার এসেছি ফিরে
বাংলার বুকে আছি দাঁড়িয়ে

এনেছি দুদিক থেকে বুক ভরা ভালবাসা
আবার দুহাত যেন বাড়িয়ে।।

দেখছি আকাশ নীল সাদা সাদা মেঘ
শিউলী গন্ধে দোলা হাওয়ার আবেগ।

পুরনো দিনের চেনা ঐ বনছায়া পথ
লুকোচুরি খেলা খেলে হারিয়ে।।

অনেক জমানো কথা সুরের সোহাগ পেয়ে
গান হয়ে মন ছুয়ে গেল
কি যেন একটি সুখে অভিমান ব্যাথা জ্বালা
আঁখি জলে সব ধুয়ে গেল

আবার দেখছি ঐ ভেজা ভেজা চোখ
এনেছে ক্লান্তিবোনা সোনার আলো
শুনছি তোমার ডাকে জীবন ডাকছে যেন
মরণের সীমানাটা ছাড়িয়ে।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.