নদীর মাঝি বলে এসো নবীন লিরিক্স- nodir majhi bole eso nobin

 

 নদীর মাঝি বলে এসো নবীন

ধরনঃ দেশাত্মবোধক গান
গীতিকারঃ ডঃ আবু হেনা মোস্তফা কামাল
সুরকারঃ খন্দকার নূরুল আলম
গেয়েছেনঃ রুনা লায়লা
অ্যালবামঃ অজ্ঞাত

নদীর মাঝি বলে এসো নবীন
মাঠের কবি বলে এসো নবীন
দেখেছি দূরে ঐ সোনালী দিন।

নদীর মাঝি বলে এসো নবীন
মাঠের কবি বলে এসো নবীন
দেখেছি দূরে ওই সোনালী দিন।

পেয়েছি সাগরের মাতাল ঘ্রাণ
শুনেছি ফসলের ঐক্যতান।

জেগেছে বন্দরে এবার প্রান।
ব্যাথা বিহীন,
দেখেছি দূরে ঐ সোনালী দিন।

এইবার খুলে দাও সকল পাল
দু’হাতে তুলে নাও কঠিন হাল।

সমুখে সুন্দর আগামীকাল।
ব্যাথা বিহীন,
দেখেছি দূরে ওই সোনালী দিন।।

 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.