গান: তোমার খোলা হাওয়া
কথা ও সুর: রবীন্দ্রনাথ ঠাকুর
পর্যায়: পূজা ৫৫৩
উপ-পর্যায়: বাউল
তাল: কাহারবা
রাগ: সারিগান
রচিত: ১৯১৪ (১৭ ভাদ্র ১৩২১, বিকেল), শান্তিনিকেতন
স্বরবিতান: ৪৩
তোমার খোলা হাওয়া
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।
সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায় তার ই পিছে গো
সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায়, তার ই পিছে গো
রেখো না আর, বেঁধো না আর
কুলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রিবেলা
ঢেউ গুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা (২)
ঝড় কে আমি করবো মিতে
ডরবো না তার ভ্রুকুটি তে
ঝড় কে আমি করবো মিতে
ডরবো না তার ভ্রুকুটি তে
দাও ছেড়ে দাও ওগো,
আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।
কোন মন্তব্য নেই: