আজ আপনাদের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর এর অত্যন্ত জনপ্রিয় একটি গান তুলে ধরব। "ভালো বেসে সখী নিভৃতে যতনে" গানটি গেয়েছেন জয়তী চক্রবর্তী এবং কথা ও সুর করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করি গানটি আপনাদের খুব ভাল লাগবে।
ভালো বেসে সখী নিভৃতে যতনে
কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুরগেয়েছেনঃ জয়তী চক্রবর্তী
ভালো বেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
ভালো বেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে
ভালো বেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গনে,
মনে করে সখি বাঁধিয়া রাখিও
আমার হাতের রাখী তোমার কনক-কঙ্কণে
ভালো বেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলকবন্ধনে
আমার স্মরণ শুভ সিন্দুরে
একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে
আমার মনের মোহের মাধুরী
মাখিয়ে রাখিয়া দিয়ো তোমার অঙ্গ সৌরভে
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবে,
ভালো বেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
Bhalobeshe Sokhi English Lyrics
Valobese sokhi nivrite jatone
Amar namti likho tomar monero mondire
Amar porane je gaan bajichhe
Tahar tal ti shikho tomar choronomonjire
Dhoriya rakhiyo sohage adore
Amar mukhor pakhi tomar prasad prangone
Mone kore sokhi bandhiya rakhio
Amar haater rakhi tomar konoko konkone
Bhalobese sokhi nibhritey jatone
Aamar naamti likho tomar monero manidire
Amar lotar ekti mukul
Vulia tulia rekho tomar alokobandhone
Amar smrono subha sindure
Ekti bindu eko tomar lolat chondone
Amar moner moher madhuri
Makhia rakhia diyo tomar ongo sourabhe
Amar aakul jeebonmoron
Tutia lutiya niyo tomar atul gourabe
কোন মন্তব্য নেই: