আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
ধরনঃ রবীন্দ্র সংগীত
কথাঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
তালঃ দাদরা/খেমতা
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে,
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে,
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।
এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে,
আমার এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে,
গানের লীলার সে কিনারে
যোগ দিতে কি সবাই পারে,
বিশ্বহৃদয় পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে,
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।
বাংলিশ লিরিক্স
Amar bela je jay sanjh belate
Tomar sure sure sur melate
Amar bela je jaay
Ektaratir ekti taare
Gaaner bedon boite naare
Tomar sathe bare bare
Har menechi ei khelate
E taar bandha kacher sure
Oi banshi je baaje dure
Ganer lilar se kinare
Jog dite ki shobai pare
Bishwohridoy parabare
Rag-rginir jaal felate
Tomar sure sure sur melate
Amar bela je jay sanjhbela te
Tomar shure shure shur melate
Amar bela je jay
******************************************************
কোন মন্তব্য নেই: