আকাশ প্রদীপ জ্বলে লিরিক্স- akash prodip jole

 

 
আকাশ প্রদীপ জ্বলে

ধরনঃ আধুনিক
গীতিকারঃ পবিত্র মিত্র
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ লতা মঙ্গেশকর
অ্যালবামঃ অজ্ঞাত
 
 

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।

বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।।

কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে

কোন রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে।

বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।।

 

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.