নিঝুম ও সন্ধায় পান্থ পাখিরা
 নিঝুম ও সন্ধায় পান্থ পাখিরা,
 বুজিবা পথ ভুলে যায়,
 নিঝুম ও সন্ধায় পান্থ পাখিরা,
 বুজিবা পথ ভুলে যায়, 
কোলায়ে যেতে যেতে কি যেন কাকোলি,
 আমারে দিয়ে যেতে চায়—-
 নিঝুম ও সন্ধ্যায়, আ আ আয়– 
দূর পাহাড়ে উদাস মেঘের ও দেশে,
 ঐ গোধুলির রঙ্গিন সোহাগ ও মিশে।
 বোনের ও মড় মোড়ে বাতাস চুপি চুপি,
 কি বাঁশী ফেলে রাখে হায়- হায় হায়-
নিঝুম ও সন্ধায় পান্থ পাখিরা,
 বুজিবা পথ ভুলে যায়,
 নিঝুম ও সন্ধ্যায় আ আ আয়– 
কোন অপরূপ অরুপ রুপের ও রাগে,
 সুর হয়ে রয় আমার গানের ও আগে।
 স্বপ্ন কথা কলি ফোটে কি ফোটে না,
 সুরভী তবু আঁখি চায় —
নিঝুম ও সন্ধায় পান্থ পাখিরা,
 বুজিবা পথ ভুলে যায়,
 কোলায়ে যেতে যেতে কি যেন কাকোলি,
 আমারে দিয়ে যেতে চায়—-
 নিঝুম ও সন্ধ্যায়, আ আ আয়–

 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই: