চঞ্চল মন আনমনা হয়
ছায়াছবি: অদ্বিতীয়া (১৯৬৮)
কথা: মুকুল দত্ত
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গেয়েছেনঃ : লতা মঙ্গেশকর,
হেমন্ত মুখোপাধ্যায়/
উদিত নারায়ণ,
সাধনা সরগম
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে
চোখের পাতায় এত স্বপ্নের ভীড় হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
গুন গুন গুন গানে
ফুলে এসে বসা ভ্রমরের মতো তার মন
এসে বসে মোর মনে
আমি সবকিছু ভুলে গেছি গুন গুন গুন গানে
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে
পিঞ্জর ভেঙে উড়বার নেশা এত হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
ইংরেজি লিরিক্স
Choncholo mon anmona hoy,
jei taar chonwa laage-x2
Bhorer akashe aalo dekhe
pakhi jeno jaage
Choncholo mon anmona hoy
jei taar chonwa laage
Sara din rim jhim rim jhim,
koto brishti Koto brishty,
hoyechhe mon jure-x2
Dishaharaa kono pata jeno
jhorer mukhete gelo ure
Chokher patay eto shopner
bheer hoynito aage
Bhorer akashe aalo dekhe
pakhi jeno jaage
Choncholo mon anmona hoy
jei taar chonwa laage
Guun guun guun gaane
phoole eshe bosha
Bhromorer moto taar mon
eshe boshe mor mone
Aami sob kichhu bhule gechhi
guun guun guun gaane
Uchchhol mon tolpaar,
onasrishti Onasrishti,
cholechhe shei theke-x2
Bujhinito bhool hoye gechhe
jhorer meghete mon rekhe
Pinjor bhenge urbar nesha
eto hoynito aage
Bhorer akashe aalo dekhe
pakhi jeno jaage
Choncholo mon anmona hoy,
jei taar choa laage-x2
কোন মন্তব্য নেই: