মন মজালে ওরে বাউলা-mon mojale ore baula

 মন মজালে ওরে বাউলা গান- গানটির কথা ও সুর করছেন বাউল সম্রাট শাহ্‌ আব্দুল করিম । শাহ আবদুল করিম হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক, যাকে বাউল স্ম্রাট উপাধি দেওয়া হয়েছে। তিনি বাংলার বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। যার একটি আপনাদের মাঝে উপস্থাপন করা হলো।

 
মন মজালে ওরে বাউলা-mon mojale ore baula

 মন মজালে ওরে বাউলা গান

যা দিয়েছো তুমি আমায়
যা দিয়েছো তুমি আমায়
কি দেব তার প্রতিদান
মন-মজালে ওরে বাউলা গান
আমার, মন -জালে ওরে বাউলা গান।

অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা
মন মানেনা তোমায় ছাড়া
মন মানেনা তোমায় ছাড়া
তোমাতে সঁপেছি প্রাণ
মন মজালে-ওরে বাউলা গান ।।
মন মজালে-ওরে বাউলা গান ।।

কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী

মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী
কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী
মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী
এস্কে দিল-দরিয়ার পানি ভাটি ছেড়ে বয় উজান
মন-মজালে ওরে বাউলা গান ।।
মন-মজালে ওরে বাউলা গান ।।

কত গান গেয়ে গেলেন যারা মরমী কবি

আমি তুলে ধরি দেশের দুঃখ-দুর্দশার ছবি
কত গান গেয়ে গেলেন যারা মরমী কবি
আমি তুলে ধরি দেশের দুঃখ-দুর্দশার ছবি

বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তির বিধান
মন-মজালে ওরে বাউলা গান ।।
মন-মজালে ওরে বাউলা গান ।।

যা দিয়েছো তুমি আমায়
যা দিয়েছো তুমি আমায়
কি দেব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
আমার, মন মজালে ওরে বাউলা গান।
মন মজালে ওরে বাউলা গান।

যা দিয়েছো তুমি আমায়
যা দিয়েছো তুমি আমায়
কি দেব তার প্রতিদান
মন-মজালে ওরে বাউলা গান
আমার, মন মজালে ওরে বাউলা গান।
মন মজালে ওরে বাউলা গান।

 

***************************************************************************

 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.