রঙ্গিলা বাঁশিতে কে ডাকে- rangila banshite ke dake

 

 রঙ্গিলা বাঁশিতে কে ডাকে

গীতিকারঃ পুলক বেনার্জী
গেয়েছেনঃ লতা মঙ্গেশকার
অ্যালবামঃ অজ্ঞাত


রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঃঝুম, রাতের মায়ায়,
রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঃঝুম, রাতের মায়ায়,
চোখ মেলে চাও মেয়ে গো
লাজ ভুলে যাও মেয়ে গো,
চোখ মেলে চাও মেয়ে গো
লাজ ভুলে যাও মেয়ে গো,
ডাকে ওই সুরেরও ভাষায়
ও.. রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঃঝুম, রাতের মায়ায়।।

রূপসী নদীর বধুয়ার
হাওয়া দোলা মহুয়ার,
মনে কে আগুন জ্বালায়।
ও.. রূপসী নদীর বধুয়ার
হাওয়া দোলা মহুয়ার
মনে কে আগুন জ্বালায়।
ও.. রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঃঝুম, রাতের মায়ায়।।

সন্ধ্যা তারা ওই জাগে
কৃষ্ণচূড়ার রং লাগে,
মনের গোপন কোন রাগে
কে জানি কখন রাঙায়।
ও.. সন্ধ্যা তারা ওই জাগে
কৃষ্ণচূড়ার রং লাগে,
মনের গোপন কোন রাগে
কে জানি কখন রাঙায়।।

হরিণির মতো পায়
বুনো মেয়ে ছুটে যায়,
পিয়ালের আঙিনায়
গুনগুন অলি গায়,
চন্দনা কয় শিমুল শাখায়।

ও চাঁদ যা শুনে যা
মায়াজাল যা বুনে যা
আয়রে নেমে মেঘের ভেলায়,
আয়রে নেমে মেঘের ভেলায়,
বাসা বাঁধার স্বপনে
চলছে কে গো আনমনে,
গান গেয়ে নতুন আশায়।
ও.. রঙিলা বাঁশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঃঝুম, রাতের মায়ায়।।

রঙ্গিলা বাঁশিতে কে ডাকে লিরিক্স - লতা মঙ্গেশকর :
Rangila Bashite Ke Dake
Ghum ghum nijhum raater mayay
Chokh mele chao meye go
Laaj bhule jao meye go
Daake oi surer bhashay
o Rongila Bashite Ke Dake
Ghum ghum nijhum rater mayay
Rupshi nodir bodhuyar
Hawa dola mohuyar
Mone ke aagun jalay
Sondhya tara oi jaage
Krishnochurar rong laage
Moner gopon kon raage
Ke jaani kokhon rangay
Horinir moto paay
Buno meye chute jaay
Piyaler anginay goon goon oli gaay
Chondona koy shimul shakhay

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.