এই আছি এই নাই-ei achi ei nai

 

 
এই আছি এই নাই-ei achi ei nai
এই আছি এই নাই

এই আছি এই নাই
বলো এই আছি এই নাই

দুদিন পরে কেউবা ধূলো
কেউবা হবো ছাই।
দিসনে ব্যাথা কারো মনে
দিসনে ব্যাথা ভাই।

ফুলের মত আয়ু মোদের। (ও ও…)
সময় বড় কম
চতুর্দিকে ঘুরছে রে যম
কেড়ে নিতে দম

হায়রে হাছন লালন বুঝি।
ঘর করে নি তাই
দিসনে ব্যাথা কারো মনে
দিসনে ব্যাথা ভাই।

জ্ঞানী গুণী মুনি ঋষি। (ও ও…)
বলেরে সদায়
মানুষকে যে ছোট ভাবে
স্বর্গ তাহার নাই

এই ভূবনে মিলে মিশে।
থাকো রে সবাই
দিসনে ব্যাথা কারো মনে
দিসনে ব্যাথা ভাই।

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.