এক পলকের একটু দেখা-ek poloke ekto dekha

এক পলকের একটু দেখা-ek poloke ekto dekha
 এক পলকের একটু দেখা

গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ কিশোর কুমার
অ্যালবামঃ লুকোচুরি

এক পলকের একটু দেখা
আরো একটু বেশী হলে ক্ষতি কী
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কী
আহা আ… ও গো……

মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালই লাগে সারা দিতে।

স্বপ্ন হৃদয় ভরিয়ে নিয়ে
দিনগুলি সব যাক না চলে, ক্ষতি কী।।

হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়ালটুকু সরে গেলে হয় গো ভাল হয়।

এড়িয়ে যাওয়ার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে, শুধু ইশারাতে।
কিছু পাওয়ার চঞ্চলতায়
যদি আমার হৃদয় দোলে, ক্ষতি কী।।

 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.