রাখো কিবা মার-rakho kiba maro ei doya

 

রাখো কিবা মার-rakho kiba maro ei doya
 

রাখো কিবা মার এই দয়া কর


 
রাখো কিবা মার এই দয়া কর
থাকিনা যেন তোমারে ভুলিয়া

এই নিশি-দিনে শয়নে স্বপনে
তোমার পরানে প্রান মিশাইয়া
এই আঁধার রাতে নেও যদি সাথে-।।
নিজ গুনে পথ দেখাইয়া।
থাকিনা যেন মুর্শিদ তোমাই ভুলিয়া।।

আমি তোমার পাগল ভরসা কেবল
দ্বীনবন্ধু বন্ধু তোমার নাম শুনিয়া
নেও যদি খবর হইবো অমর-।।
নামের সুধা পান করিয়া।
থাকিনা যেন মুর্শিদ তোমাই ভুলিয়া।।

দয়াল নাম তোমার জগতে প্রচার
জীবেরে দয়া করো বলিয়ান
আব্দুল করিম বলে রেখো চরণতলে-।।
দিওনা দুরে ঠেলিয়া।
থাকিনা যেন মুর্শিদ তোমাই ভুলিয়া।।
 
*******************************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.