"এ দেশ আমার চোখের আলোয় আলো ছড়ায় ভালবেসে" গানটি একটি দেশাত্মবোধক গান। এটি গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পি রুনা লায়লা। তবে এর গীতিকার হলেন কবি সামসুর রাহমান ও সুরকার হলেন খন্দকার নূরুল আলম। আশা করি গানটি আপনাদের ভাল লাগবে।
এ দেশ আমার চোখের আলোয় আলো
ধরনঃ দেশাত্মবোধক গান
গীতিকারঃ কবি সামসুর রাহমান
সুরকারঃ খন্দকার নূরুল আলম
গেয়েছেনঃ রুনা লায়লা
এ-দেশ-আমার-চোখের-আলোয়-আলো-ছড়ায়-ভালবেসে।
এ দেশ আমার অন্ধকারে স্বপ্ন ছড়ায় ভালবেসে
পাখির গানে ঘুম ভেঙ্গে যায় রোজ সকালে
সন্ধ্যাবেলা তাঁরার পরী প্রদীপ জ্বালে
নদীর দিকে মাঝির দিকে দৃষ্টি মেলি ভালবেসে।।
দেশ দিয়েছে ফসল ভরা মাঠের হাসি।
সেই হাসিতে সবার প্রানে বাজে বাঁশি
বাঁশি সুরে এই গোধুলির স্বপ্ন হলো
পড়লো মনে একটি কথা ঝলঝল
কত মানুষ রক্ত দিল দেশের মাটি ভালবেসে।।
গীতিকারঃ কবি সামসুর রাহমান
সুরকারঃ খন্দকার নূরুল আলম
গেয়েছেনঃ রুনা লায়লা
এ-দেশ-আমার-চোখের-আলোয়-আলো-ছড়ায়-ভালবেসে।
এ দেশ আমার অন্ধকারে স্বপ্ন ছড়ায় ভালবেসে
পাখির গানে ঘুম ভেঙ্গে যায় রোজ সকালে
সন্ধ্যাবেলা তাঁরার পরী প্রদীপ জ্বালে
নদীর দিকে মাঝির দিকে দৃষ্টি মেলি ভালবেসে।।
দেশ দিয়েছে ফসল ভরা মাঠের হাসি।
সেই হাসিতে সবার প্রানে বাজে বাঁশি
বাঁশি সুরে এই গোধুলির স্বপ্ন হলো
পড়লো মনে একটি কথা ঝলঝল
কত মানুষ রক্ত দিল দেশের মাটি ভালবেসে।।
*****************************************************************
কোন মন্তব্য নেই: