আইলায় না আইলায় নারে-aylay na aylay na

 

আইলায় না আইলায় নারে-aylay na aylay na
 আইলায় না আইলায় না রে বন্ধু

 কথা ও সুরঃ শাহ আব্দুল করিম

আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা
আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা
সুখ বসন্ত সুখের কালে
শান্তি তো দিলায় না রে বন্ধু
আইলায় না রে!
ও বন্ধু আইলায় না রে!

অতি সাধের পিড়িত রে বন্ধু
নাইরে যার তুলনা।
অতি সাধের পিড়িত রে বন্ধু
নাইরে যার তুলনা।
দারুণ বিচ্ছেদের জ্বালা আমি
আগে তো জানিনা রে বন্ধু
আইলায় না রে।
ও বন্ধু আইলায় না রে!

গলে মোর কলঙ্কের মালা
কেউ ভালবাসেনা।
গলে মোর কলঙ্কের মালা
কেউ ভালবাসেনা।
কুল-মান দিয়া কি করিব
তোমায় যদি পাইনা রে বন্ধু
আইলায় না রে।

আব্দুল করিম কুল-মান হারা
তুমি কি জাননা?
আব্দুল করিম কুল-মান হারা
তুমি কি জাননা?
সুসময়ে সুজন বন্ধু
দেখা তো দিলায় না রে বন্ধু
আইলায় না রে।

আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা।
আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা।
সুখ বসন্ত সুখের কালে
শান্তি তো দিলায় না রে বন্ধু
আইলায় না রে।

আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা।
আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা।
সুখ বসন্ত সুখের কালে
শান্তি তো দিলায় না রে বন্ধু
আইলায় না রে।

***********************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.