রঙ্গিয়া রঙ্গে আমি মজিয়াছি রে-rongiya ronge ami

দেওয়ান হাসন রাজা বাংলাদেশের একজন সুনাম ধন্য বাউল শিল্পি। তিনি ১৮৫৪ সালের ,২১ শে ডিসেম্বর সিলেটের সুনামগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি বাংলায় অসংখ্য গান গেয়ে গেছেন, যা তাকে হাজারো দর্শকের মাঝে বাঁচিয়ে রেখেছে। আজ আপনাদের মাঝে তারই একটি জনপ্রিয় গান তুলে ধরলাম।

রঙ্গিয়া রঙ্গে আমি মজিয়াছি রে-rongiya ronge ami
 রঙ্গিয়া রঙ্গে আমি মজিয়াছি রে

কথা ও সুরঃ দেওয়ান হাসন রাজা

রঙ্গিয়া রঙ্গে আমি মজিয়াছি রে ।
মজিয়াছি রে, আমি ডুবিয়াছি রে-২

আরশি-পড়শী-যাই-চল-যাইমু-বন্ধের-সনে-রে।
কিবা ক্ষণে গিয়াছিলাম সুর্মা নদীর গাঙ্গে-২

বন্ধে মোরে ভুলাইল, রঙ্গে আর ঢঙ্গে রে-২
হাটিয়া যাইতে খসিয়া যায় বন্ধে অঙ্গে, অঙ্গে।

ধনকড়ি-তোর-কিছু-চায়-না-যৌবন-কেবল-মাঙ্গে-রে।
হাছন রাজায় নাচন করে প্রেমেরি তরঙ্গে।
পাইলে কখন ছাড়িবে না, এই মনে পাঙ্গে রে-২

********************************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.