একদিন স্বপ্নের দিন লিরিক্স- ekdin swapner din

 "একদিন স্বপ্নের দিন" গানটি "হঠাৎ বৃষ্টি" বাংলা ছায়াছবির একটি গান। এই গানটি বাংলা চলচ্চিত্রের এক অনন্য অভিনেতা নায়েক ফেরদৌস তার অত্যন্ত সুন্দর সাবলীল অভিনয় দ্বারা গানটিতে অভিনয় করেছে। আশা করি গানটি আপনাদের কাছে খুব ভাল লাগবে।


একদিন স্বপ্নের দিন লিরিক্স- ekdin swapner din
একদিন স্বপ্নের দিন

গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ নচিকেতা, শুভমিতা
অ্যালবামঃ হঠাৎ বৃষ্টি

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন,
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।
সেই ভাবনায় ভাবে মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন, মনেতে আগুন,
এমন-বিরহ-জ্বালায়-স্মৃতির-মেলায়-কাটে না-আর দিন।।

একদিন হঠাৎ হাওয়া, থামিয়ে আসা-যাওয়া,
প্রশ্নের জাল বোনে, শুরু হয় চাওয়া-পাওয়া।
আজ শুধু পথ চাওয়া, বিরহের গান গাওয়া,
ভাবনার নদী বুকে, উজানেতে তরী বাওয়া।
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন, মনেতে আগুন,
এমন-বিরহ-জ্বালায়-স্মৃতির-মেলায়-কাটে না-আর দিন।।

যদি-এই-পথ-ধরে, আমার-এ-মনের-ঘরে,
চিঠি হয় অগোচরে, আসে কেউ চুপিসারে।
চাঁদের-ওই আলো-হয়ে, আসো-মোর-ভাঙা-ঘরে,
দেখা-যায়, যায়-না-ছোঁয়া, যেন-গান-চাপা-স্বরে।
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন, মনেতে আগুন,
এমন-বিরহ-জ্বালায়-স্মৃতির-মেলায়-কাটে না-আর দিন।।

**********************************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.