বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের গান গুলো থেকে বাছাই করে আজ আপনাদের মাঝে "অশ্রু দিয়ে লেখা এ গান" গানটি তুলে ধরলাম। গানটির গীতিকার হলেন মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার আলী হোসেন এবং গানটি গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন।
অশ্রু দিয়ে লেখা এ গান
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ মোহাম্মদ মনিরুজ্জামান
সুরকারঃ আলী হোসেন
গেয়েছেনঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ অশ্রু দিয়ে লেখা
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন যেন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইক্ষণে
কখনো দূরে যেওনা।।
ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত জড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নব মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।
*********************************************************
কোন মন্তব্য নেই: