যেও না সাথী- jeo na sathi lyrics

 সৈয়দ আব্দুল হাদীর পিতা গান গাইতেন আর কলেরগানে গান শুনতে পছন্দ করতেন। বাবার শখের গ্রামোফোন রেকর্ডের গান শুনে কৈশোরে তিনি সঙ্গীত অনুরাগী হয়ে উঠেন। ছোটবেলা থেকে গাইতে গাইতে গান শিখেছেন। আজ তারই একটি জনপ্রিয় গান আপনাদের মাঝে তুলে ধরবো।

যেও না সাথী- jeo na sathi lyrics
 শিরোনামঃ যেও না সাথি

কথা ও সুরঃ সৈয়দ আব্দুল হাদী
এলবামঃ একবার যদি কেউস

ছায়াছবিঃ দূরদেশ
রিলিজঃ ২০১২


যেও না সাথি
যেও না সাথি
ও যেও না সাথি
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা

যেও না সাথি
ও যেও না সাথি
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
আমার-স্বপ্নের মহল-তাই তো ভেঙে-যে হলো চুর

যেও না সাথি
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথি
ও যেও না সাথি

আর যে-সইতে পারি না-জ্বালা-দোষ নাহয়-কিছু হয়েছে
আর যে-সইতে পারি না-জ্বালা-দোষ নাহয়-কিছু হয়েছে
পথহারা পথিক কত ঠিকানা ফিরে পেয়েছে
যেও না সাথি
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা

যেও না সাথি
ও যেও না সাথি
যেওনা সাথী লিরিক্স |

********************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.