শূণ্য হাতে আজ- shunno hate aj esechi

 সৈয়দ আব্দুল হাদী তার গানের জগত ছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবেও তিনি কাজ করেছেন। সর্বশেষে তিনি লন্ডনে ওয়েল্স ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরীয়ান হিসেবে কাজ করেছেন। এভাবে তার কর্মজীবন আর গানের জীবন চালিয়ে যায়। আজ তার আরেকটি জনপ্রিয় গান আপনাদের মাঝে তুলে ধরলাম।

 
শূণ্য হাতে আজ- shunno hate aj esechi
শুন্য হাতে আজ এসেছি

ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ ডঃ আবু হেনা মোস্তফা কামাল
সুরকারঃ সুবল দাস
গেয়েছেনঃ সৈয়দ আব্দুল হাদী
অ্যালবামঃ উপহার

শুন্য-হাতে-আজ-এসেছি-নেই-তো-কিছুই-আর।
অশ্রু ভেজা এ গান আমার দিলাম উপহার।।

একটি মানিক-দীপ হয়ে আজ-অন্য ঘরে-জ্বলে।
স্বপ্ন-ভাঙ্গা-মন-কাঁদে-যে-ব্যর্থ-আশার-ছলে
চোখের জলে কাছে ডাকার নেই যেন অধিকার।।

অন্তবিহীন পথ পেড়িয়ে এসে দেখি কাছে।
বন্ধু আমার সব সাধনা মিথ্যে হয়ে গেছে
জীবন ভরে হেরেই গেলাম এ কেমন অবিচার।।
***************************************************

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.