বাংলা চলচ্চিত্রে গানে যার অবদান অনেক তিনি হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আজ আপনাদের মাঝে তার অসংখ্য গান থেকে বাছাই করে "আমি তোমারি প্রেম ভিখারী" গানটি তুলে ধরলাম। গানটির কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গেয়েছেনঃ সৈয়দ আব্দুল হাদী। গানটি "চন্দন দ্বীপের রাজ কন্না" চলচ্চিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আমি তোমারি প্রেম ভিখারী
ধরণঃ চলচ্চিত্র
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গেয়েছেনঃ সৈয়দ আব্দুল হাদী
চলচ্চিত্রঃ চন্দন দ্বীপের রাজ কন্না
আমি তোমারি প্রেম ভিখারী,
ভালবেসে ঠাই দিও পরানে গো
ভালবেসে ঠাই দিও পরানে
আমি তোমারি তুমি আমারি
পশে থেকো জীবনে মরনে গো
পশে থেকো জীবনে মরনে
বুকেরো ভিতরে আন্ধার কুটিরে
তুমি ওগো চান্দেরও বাতি
চোখের মনিতে শয়নে-স্বপনে
আছো তুমি দিবসও রাতি,
ভালবেসে ঠাই দিও পরানে গো
পাশে থেকো জীবনে মরনে
তোমােরে আমি যে কত ভালবাসি গো
বোঝাবো কেমনে বোঝাবো?
তোমারে না পেলে জানি আমি জানি গো
মরিব অকালে মরিব
ভালবেসে ঠাই দিও পরানে গো
পাশে থেকো জীবনে মরনে।
আমি তোমারি প্রেম ভিখারী,
ভালবেসে ঠাই দিও পরানে গো
ভালবেসে ঠাই দিও পরানে
আমি তোমারি তুমি আমারি
পশে থেকো জীবনে মরনে গো
পশে থেকো জীবনে মরনে
-বিদ্যুত মিরাজ
*****************************************************************
কোন মন্তব্য নেই: