জন্ম থেকে জ্বলছি মাগো গানের লিরিক্স-jonmo theke

বাংলা চলচ্চিত্র গানের সংখ্য সমাহার থেকে আজ আপনাদের মাঝে আরেকটি চলচ্চিত্র গান নিয়ে হাজির হলাম। গানটির কথা আমজাদ হোসাইন এবং গানটি গেয়েছেন  সৈয়দ আব্দুল হাদীর ও সাবিনা ইয়াসমিন।গানটি ২০১২ সালে "একবার যদি কেউ" বলতো এলবাম এ প্রকাশ পেয়েছিল।

 
জন্ম থেকে জ্বলছি মাগো গানের লিরিক্স-jonmo theke
জন্ম থেকে জ্বলছি মাগো

কথাঃ আমজাদ হোসাইন
গেয়েছেনঃ সৈয়দ আব্দুল হাদীর ও সাবিনা ইয়াসমিন
এলবামঃ একবার যদি কেউ
জন্ম থেকে জ্বলছি মাগো
আর কতদিন বলো সইবো
এবার আদেশ করো, তুমি আদেশ করো
ভাঙনের খেলা খেলবো
জন্ম থেকে জ্বলছি মাগো, জ্বলছি মাগো
আমার এ ব্যথা ভরা গান
ফুল পাখি নিয়ে নয়
দুঃখের আগুনে পোড়া প্রাণ
শুধু কেঁদে কেঁদে কয়
ও মা তোমার ভাঙা সংসার
কবে যে সুখে ভরে তুলবো
জন্ম থেকে জ্বলছি মাগো, জ্বলছি মাগো
আমি তো দেখিনি আলো
জীবনে কোনদিন
এত আশা ভালোবাসা
আঁধারে হল মলিন
দিন চলে যায়, দাও বিদায়
সময় হলেই ফিরে আসবো
জন্ম থেকে জ্বলছি মাগো
আর কতদিন বলো সইবো
এবার আদেশ করো, তুমি আদেশ করো
ভাঙনের খেলা খেলবো
জন্ম থেকে জ্বলছি মাগো, জ্বলছি মাগো

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.