বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পি "সৈয়দ আব্দুল হাদী" বাংলা চলচ্চিত্র গানের
জগতে রেখে গেছেন অসামান্য অবদান। তিনি বাংলা বহু গানে কণ্ঠ দিয়ে বাংলা
গানকে করেছে প্রাণ চাঞ্চল্যকর। আজ তারই গাওয়া একটি গান আপনাদের মাঝে তুলে
ধরলাম।
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার
ধরণঃ চলচ্চিত্র
কথা ও সুরঃ অজ্ঞাত
গেয়েছেনঃ সৈয়দ আব্দুল হাদী
এলবামঃ একবার যদি কেউ
রিলিজঃ ২০১২
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার হায় রে,
কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার।।
ছয়টি রিপুর কুমন্ত্রণায়,
মত্ত রইলাম ভবের মায়ায়,
করলাম শুধু লাভেরি কারবার,
আইলে ভবে যাইতে হবে,
ভাবলাম না একবার,
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার।।
গড়ল দেহ যে কারিগর,
রাখলাম না তার কোন খবর,
খেলায় খেলায় দিন গেলো আমার,
শেষ বিচারের আদালতে,
কেমনে পাবো পার,
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার।।
কথা ও সুরঃ অজ্ঞাত
গেয়েছেনঃ সৈয়দ আব্দুল হাদী
এলবামঃ একবার যদি কেউ
রিলিজঃ ২০১২
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার হায় রে,
কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার।।
ছয়টি রিপুর কুমন্ত্রণায়,
মত্ত রইলাম ভবের মায়ায়,
করলাম শুধু লাভেরি কারবার,
আইলে ভবে যাইতে হবে,
ভাবলাম না একবার,
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার।।
গড়ল দেহ যে কারিগর,
রাখলাম না তার কোন খবর,
খেলায় খেলায় দিন গেলো আমার,
শেষ বিচারের আদালতে,
কেমনে পাবো পার,
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার।।
****************************************************************
কোন মন্তব্য নেই: