যে মাটির বুকে ঘুমিয়ে আছে লিরিক্স

"যে মাটির বুকে ঘুমিয়ে আছে" গানটি বাংলাদেশের হাজারো মুক্তি বাহিনীর / শহীদদের প্রেক্ষাপটে "সৈয়দ আব্দুল হাদী" গেয়েছেন। আর গানটি লিখেছেনঃ নাসিমা খান। গানটি সেই শুরু লগ্ন থেকেই অত্যন্ত জনপ্রিয়ার সাথে মানুষের মাঝে বিরাজ করে আসছে।

 
যে মাটির বুকে ঘুমিয়ে আছে লিরিক্স
যে মাটির বুকে ঘুমিয়ে আছে

ধরণঃ দেশাত্মবোধক
কথাঃ নাসিমা খান
গেয়েছেনঃ সৈয়দ আব্দুল হাদী

যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না ।।

রোজ এখানে সূর্য ওঠে
আশার আলো নিয়ে
হৃদয় আমার ধন্য যে হয়
আলোর পরশ পেয়ে ।।

সে মাটি ছেড়ে অন্য কোথাও
যেতে বলিস না
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না।।

রক্তে যাদের জেগেছিল
স্বাধীনতার নিশা
জীবন দিয়ে রেখে গেছে
মুক্ত পথের দিশা
সে পথ ছেড়ে ভিন্ন পথে
যেতে বলিস না
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না।।

যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না ।।

বাংলিশ লিরিক্স

Je matir buke ghumiye ache
Lokkho muktisena
De na tora de na
Se matia amar ongge makhiye de na
Roj ekhane surjo othey ashar aalo niye
Hridoy amar dhonno je hoy
aalor porosh peye 
**********************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.