বিদ্যালয় মোদের বিদ্যালয় লিরিক্স-biddaloy moder biddaloy

বাংলাদেশের প্রখ্যাত লিরিচিস্ট "আহমেদ ইমতিয়াজ বুলবুল" । তিনি বাংলা চলচ্চিত্রের অসংখ্য গানের রচয়ীতা। আজ আপনাদের মাঝে যে গানটি তুলে ধরতে যাচ্ছি তা বাংলাদেশের মানুষের মুখে মুখে আজও বিভিন্ন অনুষ্ঠানে নৃত্যের তালে কিংবা কন্ঠে বেজে ওঠে। গানটি "বিদ্যালয় মোদের বিদ্যালয়" , এটি সালমান শাহ ও শাবনুর কর্তৃক অভিনীত বিক্ষোভ চলচ্চিত্রে বেজে ওঠেছিল। গানটি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও রুনা লায়লা।

বিদ্যালয় মোদের বিদ্যালয় লিরিক্স-biddaloy moder biddaloy
 বিদ্যালয় মোদের বিদ্যালয়

ছায়াছবিঃ বিক্ষোভ
কথাঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
সঙ্গীতঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী ও রুনা লায়লা


বিদ্যালয় মোদের বিদ্যালয়,
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।
এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে।।
হয় রে সূর্যোদয়,হয় রে সূর্যোদয়।
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।

আ-আ-আ-আ-আ-আ -আ-আ
এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা।।
এখানে শব্দ শুধু ও ও ও ও ও ও
এখানে শব্দ শুধু বিশ্ব মায়ের বুকের কথার
এই কোন রণাঙ্গনের রক্তে ভেজা
সিক্ত প্রান্ত নয়,সিক্ত প্রান্ত নয়।
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।

এখানে জন্ম কত শিল্পী,কবি সাহিত্যিকের।।
এখানে-পটভূমি-ও-ও-ও-ও-ও-ও
এখানে পটভূমি জ্ঞানীগুণী মনীষীদের
এখানে থাকবে কেন আতঙ্ক আর
হঠাৎ মৃত্যু ভয়,হঠাৎ মৃত্যু ভয়
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।
এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে।।
হয় রে সূর্যোদয়,হয় রে সূর্যোদয়।
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।
***************************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.