বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান "কে জানে কত দূরে সুখের ঠিকানা" । গানটির
কথা মাসুম করিম ও সুর করেছেন সুবল দাস এবং গানটি গেয়েছেন বাংলাদেশের
জনপ্রিয় দুই সংগীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও রুনা লায়লা। আশা করি গানটি
আপনাদের বেশ ভাল লাগবে।
কে জানে কত দূরে সুখের ঠিকানা
সুরকারঃসুবল দাস
কথাঃমাসুদ করিম
শিল্পি-সৈয়দ আব্দুল হাদী/রুনা লায়লা
মুক্তি-১৯৯৮
কে জানে কত দূরে সুখের ঠিকানা
প্রতিদিন দেখা হয় তোমার আমার
তবুও রয়েছি মোরা অচেনা।
মনের সাগর কোলে ঢেউ উঠে দোলে দোলে
অকারণে পুলক জাগে
চোখে চোখ রেখে দেখো আমার পানে
যে কথা বলিতে চাও একবার বলে দাও না
এই আকাশের নিচে মালা গেঁথে ফুলে ফুলে
খেলা করে কিসের নেশায়
যদি না তোমায় পাবো মনঃআঙিনায়
আমার মনের কথা বুঝেও কেন বোঝ না।
কে জানে কত দূরে সুখের ঠিকানা
প্রতিদিন দেখা হয় তোমার আমার
তবুও রয়েছি মোরা অচেনা.
কথাঃমাসুদ করিম
শিল্পি-সৈয়দ আব্দুল হাদী/রুনা লায়লা
মুক্তি-১৯৯৮
কে জানে কত দূরে সুখের ঠিকানা
প্রতিদিন দেখা হয় তোমার আমার
তবুও রয়েছি মোরা অচেনা।
মনের সাগর কোলে ঢেউ উঠে দোলে দোলে
অকারণে পুলক জাগে
চোখে চোখ রেখে দেখো আমার পানে
যে কথা বলিতে চাও একবার বলে দাও না
এই আকাশের নিচে মালা গেঁথে ফুলে ফুলে
খেলা করে কিসের নেশায়
যদি না তোমায় পাবো মনঃআঙিনায়
আমার মনের কথা বুঝেও কেন বোঝ না।
কে জানে কত দূরে সুখের ঠিকানা
প্রতিদিন দেখা হয় তোমার আমার
তবুও রয়েছি মোরা অচেনা.
*******************************************************
কোন মন্তব্য নেই: