প্রেমে পড়া বারণ লিরিক্স-preme pora baron song

 বাংলা চলচ্চিত্রের অসংখ্য গানের তালিকা থেকে বাছাই করে " প্রেমে পড়া বারণ" গানটি আপনাদের মাঝে তুলে ধরলাম। গানটির গীতিকার হলেন রনজয় চট্টোপাধ্যায় এবং সুরকার হলেন রনজয় চট্টোপাধ্যায়। গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। এলবাম সোয়েটার । আশা করি বাংলা ছায়াছবির গান প্রেমিদের গানটি খুব ভালো লাগবে।


প্রেমে পড়া বারণ লিরিক্স-preme pora baron song
প্রেমে পড়া বারণ

গীতিকারঃ রনজয় চট্টোপাধ্যায়
সুরকারঃ রনজয় চট্টোপাধ্যায়
গেয়েছেনঃ লগ্নজিতা চক্রবর্তী
অ্যালবামঃ সোয়েটার

প্রেমে পড়া বারণ
কারণে অকারণ,
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ।

তোমায় যত গল্প বলার ছিল,
সবপাপড়ি-হয়ে গাছের-পাশে ছড়িয়ে-রয়ে ছিল।
দাওনি-তুমি আমায়-সেসব কুড়িয়ে-নেওয়ার-কোনো কারণ।

প্রেমে পড়া বারণ।
কারণে অকারণ।
ওই মায়া-চোখে-চোখ-রাখলেও ফিরে-তাকানো-বারণ।

শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি,
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি।
তাই-মুখ-লুকিয়ে-ঠোঁট-ফুলিয়ে-বসন্তের-এই-স্মৃতিচারণ।

প্রেমে পড়া বারণ।
কারণে অকারণ।
মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ।

*****************************************************************

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.